Uncategorized
ব্যাগেরও চাই যত্ন
ব্যাগ ফ্যাশনের এক অনন্য অনুষঙ্গ।
রোজকার কাজে এটি অপরিহার্যও বটে। প্রয়োজনের হোক বা ফ্যাশনের, ব্যাগটির সৌন্দর্য ও মান ঠিক রাখতে যত্ন নিতে হবে ঠিকঠাক।
‘আমরা নানা প্রয়োজনে বিভিন্ন উপাদানে তৈরি ব্যাগ ব্যবহার করি। অফিস বা স্কুলের ব্যাগ প্রতিদিনই ব্যবহার করা হয়, কাজেই এগুলো তুলে রাখার খুব প্রয়োজন হয় না। অন্যদিকে পার্টি ব্যাগ বা ট্রাভেল ব্যাগ প্রয়োজনের সময় ছাড়া ব্যবহার করা হয় না বললেই চলে। ব্যবহার অনুযায়ী যত্নের ধরনটাও তাই আলাদা।’